ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একটা সময় ভারতীয় ফুটবলে মাথা উঁচু করে দাপটের সঙ্গে আই লিগে খেলে গিয়েছে ইউনাইটেড স্পোর্টস। অলোকেশ কুন্ডু,নবাব ভট্টাচার্যের বেগুনি ব্রিগেড একটা সময় বড় বড় দলের কাঁটা হয়ে থাকতো। সেই দলকে রহস্যজনকভাবে আই লিগ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন ফেডারেশনের কতিপয় কর্তার ‘কালো হাত’ বা ‘অশুভ শক্তি’র সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারেননি অলোকেশ,নবাবরা। মাঠের বাইরে ‘ঘৃন্য’লড়াইয়ে হেরে গিয়ে শুধু কলকাতা লিগেই টিকে ছিল ইউনাইটেড স্পোর্টস। লক্ষ্যে স্থির থাকলে,ধৈর্য্য থাকলে আবারও ফিরে আসা যায় তার ইঙ্গিত দিতে শুরু করেছে ইউনাটেড স্পোর্টস।
শনিবার আই লিগের দ্বিতীয় ডিভিশনের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড রককে ৩-২ গোলে হারিয়ে মূল পর্বে পৌঁছে গেল বাংলা ফুটবলের একদা নবজাগরন ঘটানো ইউনাইটেড স্পোর্টস। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বে পৌঁছে গেল বাংলার ইউনাইটেড স্পোর্টস।
এদিন ম্যাচের প্রথমার্ধেই ০-১ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধ শুরু হতেই অন্য মেজাজে এক ঝাঁক বাঙালি ফুটবলার। তারক হেমব্রম গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচে সমতায় ফিরতেই ইউনাইটেড পুরো খেলাটাই তখন দখল নিয়ে ফেলেছে। কিছুক্ষনের মধ্যেই অমরেন্দু গোল করে ইউনাইটেডকে ২-১ গোলে এগিয়ে দেন। পরে জিতেন মুর্মু পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে ডায়মন্ড রক একটি গোল করলেও ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতে আই লিগ -২ এর মূলপর্বে পৌঁছে যায়। ধাপে ধাপে এগোচ্ছে বাংলার এই দলটি। মূলপর্বের লড়াই আরও কঠিন। তবে তারক,জিতেনরা আরও যেন ঐক্যবদ্ধ।