◆অনির্বান দত্ত ও জয়দীপ মুখার্জি (ফাইল ছবি)◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কিছুদিন আগেই আই লিগ ও ইন্ডিয়ান উইমেন্স লিগের অ্যাকাউন্টসের অসঙ্গতি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আর কলকাতা শহরে অনুষ্ঠিত (২০২১’২২) মরসুমের আই লিগের অ্যাকাউন্টসে অসঙ্গতি থাকায় এবার অডিট করার সিদ্ধান্ত নিল আইএফএ-এর ফিনান্স কমিটি। আইলিগ নিয়ে আইএফএ-এর অ্যাকাউন্টে কি এমন অসঙ্গতি আছে যার জন্য ফিনান্স কমিটি নতুন করে অডিট করার সিদ্ধান্ত নিল? এমন সিদ্ধান্তে গোটা ময়দানে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১’২২ মরসুমের আই লিগ হয়েছিল কলকাতায়। যার একটা বড় দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। আর সেই সময় আইএফএ-এর সচিব ছিলেন জয়দীপ মুখার্জি। কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত কৃষ্ণেন্দু ব্যানার্জি। সেই লিগ পরিচালনায় সক্রিয় ভাবে যুক্ত ছিলেন আইএফএ-এর আরও দুই কর্মী। নতুন করে ফের অডিট করার বিষয়ে প্রশ্ন করলে জয়দীপ মুখার্জি ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”এই নিয়ে আগেও অডিট হয়েছে। তারপরও যদি মনে হয় রিঅডিটের প্রয়োজন আছে,তাহলেই করতেই পারে। জয়দার সঙ্গে আমার সম্পর্ক ভাল। রিঅডিটের ক্ষেত্রে যদি আমার সাহায্য চায় আমি সব সময় সহায়তা করব। স্বচ্ছতা আনতে যে পদক্ষেপ করছে তা ভাল। তবে আইএফএ-এর পুরো স্বচ্ছতা আনতে হলে অতীতের অ্যাকাউন্টেরও রিঅডিট হওয়া প্রয়োজন। নেহেরু কাপ বা অগ্নিকান্ড বা উৎপলদার সময়েরও কিছু বিষয় নিয়েও রিঅডিট হোক। আর একটা ব্যাপারে অবাক লাগছে, আমি সচিব পদ ছাড়ার নোটিশ অনেক আগেই দিয়েছিলাম। আইএফএ-র সংবিধান মতে ট্রেজার হল কাস্টোডিয়ান অফ ফান্ড। সচিব হিসেবে আমার শেষ চার মাসের মেয়াদকালে ট্রেজারার ছিলেন অনির্বান দত্ত। তিনিও তখন রিঅডিট করতে পারতেন। হঠাৎ করে এতদিন পর রিঅডিট করছে কেন বুঝলাম না। সব কাগজ আইএফএ অফিসেই আছে। এই রিঅডিট করতে যদি আমার কোনও সাহায্য লাগে আমি তৈরি।”
শুধু আইএফএ নয়, বরং আইএফএ-এর আগে এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেন) ২০২১’২২ মরসুমের আইলিগের অ্যাকাউন্টের চরম অসঙ্গতি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি থেকে কলকাতা শহরে চেয়ার আনা,শেষ কয়েক বছরে আই লিগে ২০ কোটি টাকার খরচ দেছানো, মহিলা লিগ পরিচালনার জন্য ফেডারেশন থেকে ৪০ জন প্রতিনিধিকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া অথবা এই লিগের জন্য অতিরিক্ত ৩৮ লক্ষ টাকার বিল জমা দেওয়া – এমন সব চাঞ্চল্যকর তথ্য ফেডারেশনের বর্তমান ফিনান্স কমিটির হাতে উঠে আসার তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আই লিগ পরিচালনার ক্ষেত্রে নাকি আইএফএ-এর অ্যাকাউন্টেও অসঙ্গতি ধরা পড়েছে। এই মর্মে শুক্রবার বিকেলে এই বিষয় নিয়ে ফিনান্স কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই ফের অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্তর সত্যতা স্বীকার করেছেন আইএফএ-এর বর্তমান সচিব অনির্বান দত্ত। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে অনির্বান দত্ত বলেন,”আই লিগ নিয়ে আইএফএ-অ্যাকাউন্টে কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাই আবার ফিনান্স কমিটি অডিট করার সিদ্ধান্ত নিয়েছে।”