ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ নভেম্বর : আসন্ন আইএসএলের জন্য ৩৩ জনের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। সোমবার ক্লাবের পক্ষ থেকে চূড়ান্ত এই দল ঘোষণা করা হয়।
আগামী ২১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএল অভিযান শুরুর ১২ দিন আগেই দল ঘোষণা। এবারের যে সব ফুটবলারদের নিয়ে ৩৩ জনের দল গড়া হয়েছে তা এইরকম —
গোলকিপার: অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায় ও শুভম সেন।
ডিফেন্ডার: ড্যানিয়েল গোমস, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সেরিনিও ফার্নান্ডেজ ও আকাশদীপ সিং।
মিডফিল্ডার: জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেঙ্গবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু, আমির ডারভিসেভিচ, ড্যারেন সিডেল, রোমিও ফার্নান্ডেজ, সঙ্গপু সিঙ্গসিট ও লোকেন মিতেই।
স্ট্রাইকার: বলবন্ত সিং, থঙ্গখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকু, অ্যান্টনিও পেরোসেভিচ ও শুভ ঘোষ।