আইএসএল : এটিকে মোহনবাগানের হার,চ‍্যাম্পিয়ন মুম্বই

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এগিয়ে থেকেও হার। হ‍্যাঁ, এবারের আইএসএলে প্রথমবার ফাইনালে উঠেও এগিয়ে থেকেও হারতে হল সবুজ-মেরুন দলকে। মুম্বই সিটি ২-১ গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ‍্যাম্পিয়ন হল মুম্বই।

চলতি আইএসএলে সেরা দুই দল মুখোমুখি হয়েছিল খেতাবি লড়াইয়ে । লিগ পর্যায়ে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিততে পারেনি হাবাসের দল। তাই জেতার তাগিদ বেশি ছিল এটিকে মোহনবাগানের। পরিসংখ্যান, ইতিহাস সরিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোজ,ফন্ড্রেরা। নির্ধারিত নব্বই মিনিটে ২-১ গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ম্যাচের সেরা জয়সূচক গোলদাতা বিপিন সিং। গোল্ডেন গ্লাভস এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য জিতলেও এই ম্যাচটি তাঁর কাছে অভিশপ্ত হয়ে থাকবে। সঠিক সময়ে তার ভুলে জয় হাতছাড়া।গোল্ডেন বুট পেলেন অ্যাঙ্গুরো । টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল পেলেন রয় কৃষ্ণ । আক্রমণ প্রতি আক্রমণে সপ্তম আইএসএল ফাইনাল প্রথম থেকে ছিল উপভোগ। প্রথমার্ধের ১৮ মিনিটে ডেভিড উইলিয়ামসের অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান । জিহুর ব্যাকপাস ধরে গোল (১-০) সবুজ মেরুনের । তার আগে মুম্বই সিটি এফসি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত। বিপিনকুমারকে বক্সের মধ্যে পেছন থেকে টেনে ফেলে দিয়েছিলেন প্রীতম কোটাল। রেফারি অজ্ঞাত কারণে ফাউলের বাশি বাজাননি। তাই নিয়ে প্রশ্ন উঠছে। পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা ক‍রে মুম্বই । তারই ফলশ্রুতিতে ২৯ মিনিটে সমতায় ফেরে মুম্বই। তবে তার জন্য মুম্বাইয়ের ফুটবলারদের চেয়ে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরির কৃতিত্ব বেশি । জিহুর লম্বা শট হেড করে বাইরে বের করতে গিয়ে তা নিজেদের জালে (১-১)পাঠিয়ে দেন তিরি । স্প্যানিশ ডিফেন্ডার শেষ কয়েকটি ম্যাচেই বিবর্ণ। আত্মঘাতী গোল সেই বিবর্ণ ফুটবলের প্রতিচ্ছবি ধরা পড়ে।

বিরতির পরে ফের ম্যাচের রাশ তুলে নিয়েছিল মুম্বই সিটি এফসি । কিন্তু ভুল শুধরে খেলায় ফেরে এটিকে মোহনবাগান ।এই সময় একটি মুম্বই সিটি এফসির করা আত্মঘাতীর গোল বাতিল করেন রেফারি । রয় কৃষ্ণ বল জালে জড়ানোর আগে অফসাইডে ছিলেন । কিন্তু মুম্বই সিটি এফসির ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে গিয়েছিল । সেখানে সবুজ মেরুনের কোনও ফুটবলারের ভূমিকা ছিল না । তাই রেফারির সিদ্ধান্ত বিতর্কিত । ৯০ মিনিটে বিপিন সিংয়ের জয়সূচক গোল (২-১) । পেছন থেকে মুম্বই সিটি এফসির বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে সবুজ মেরুন ডিফেন্ডার ও গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুল বোঝাবুঝি । তা থেকে বল কেড়ে পরিবর্ত হিসেবে নামা ওগবেচে । তিনি সবুজ মেরুন ডিফেন্ডারদের কাটিয়ে বাড়ালে তা জালে পাঠান বিপিন সিং। এদিকে, ম‍্যাচে মারাত্মকভাবে চোট পেয়ে হাসপালে ভর্তি করতে হয়েছে মুম্বাইয়ের অময় রানাডেকে। তবেএ এখন তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here