আইএসএলের ক্রীড়াসূচী ঘোষণা, ডার্বি ২৭ নভেম্বর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩০ অক্টোবর : প্রতীক্ষার অবসান। অবশেষে বহু প্রতিক্ষিত আইএসএলের ক্রীড়াসূচী ঘোষণা করল এফএসডিএল। আপাতত ১১ রাউন্ডের সূচী ঘোষণা করা হয়। ২০ নভেম্বর এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টারের মধ‍্যে দিয়ে এবারের আইএসএল শুরু হচ্ছে। আর ২৭ নভেম্বর তিলক ময়দানে সন্ধ‍্যা সাড়ে সাতটায় আইএসএলের প্রমথ ডার্বি ম‍্যাচে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান।

নভেম্বরে এটিকে মোহনবাগান দুটি ম‍্যাচ খেলছে। আর এসসি ইস্টবেঙ্গল শুরুই করছে ডার্বি ম‍্যাচ দিয়ে। ১১ রাউন্ডের যে ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে তার মধ‍্যে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচী তুলে ধরা হল।

◆এটিকে মোহনবাগানের ম‍্যাচ◆

২০-১১-২০২০ > কেরালা ব্লাস্টার

০৩-১২-২০২০ > ওড়িশা এফ সি

০৭-১২-২০২০ > জামশেদপুর এফসি

১১-১২-২০২০ > হায়দরাবাদ এফ সি

১৬-১২-২০২০ > এফসি গোয়া

২১-১২-২০২০ > বেঙ্গালুরু এফসি

২৯-১২-২০২০ > চেন্নাইয়ান এফসি

০৩-০১-২০২১ > নর্থইস্ট ইউনাইটেড

১১-০১-২০২১ > মুম্বই সিটি

◆এসসি ইস্টবেঙ্গলের ম‍্যাচ◆

০১-১২-২০২০ > মুম্বই সিটি

০৫-১২-২০২০ > নর্থইস্ট ইউনাইটেড

১০-১২-২০২০ > জামশেদপুর এফসি

১৫-১২-২০২০ > হায়দরাবাদ

২০-১২-২০২০ > কেরালা ব্লাস্টার

২৬-১২-২০২০ > চেন্নাইয়ান এফসি

০৩-০১-২০২১ > ওড়িশা এফসি

০৬-০১-২০২১ > এফসি গোয়া

০৯-০১-২০২১ > বেঙ্গালুরু এফসি

ভার্বি ম‍্যাচ – ২৭-১১-২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here