আইএফএ-র ‘পুজোর ফুটবলে’ ফিরে এলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা ৬ অক্টোবর : আজ মহালয়া। এদিন থেকেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু। অনেকের মতে মহালয়া কথাটি এসেছে ‘মহত্‍ আলয়’ থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় যে, পিতৃপুরুষেরা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল-পিণ্ড প্রদান করে তাঁদের ‘তৃপ্ত’ করা হয় বলেই মহালয়া একটি পূণ্য তিথি। আজ, মহালয়ার দিনে দেশপ্রিয় পার্কে আইএফএ-এর পুজোর ফুটবলে উঠে এলেন ‘ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ভারতীয় ফুটবলের ‘পিতৃপুরুষ’ নগেন্দ্রপ্রসাদ পরলোক থেকে ইহলোকে এসেছেন কিনা জানা নেই। তবে আজকের দিনে একঝাঁক প্রাক্তন ফুটবলার ও অভিনেতা দেব ফুটবল ম‍্যাচ খেলে যেন সেই ‘ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকেই “জল-পিন্ড প্রদান” করলেন। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে আজ এভাবেই ফিরিয়ে এনে যেন তাঁকে ‘তৃপ্ত’ করলেন ওঁরা।

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ও অভিনেতা দেব

মিহির বসু, তনুময় বসু, শিশির ঘোষ, বিকাশ পাঁজি,অমিত ভদ্র, অলোক মুখার্জি, সুমিত মুখার্জি, প্রশান্ত ব‍্যানার্জি, জামশিদ নাসিরি, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিরা আইএফএ একাদশের হয়ে আজ এক প্রদর্শণী ম‍্যাচে খেলতে নেমেছিলেন আসন্ন চলচ্চিত্র ‘গোলন্দাজ’ -এর অভিনেতাদের বিরুদ্ধে। যার মধ‍্যে উল্লেখযোগ্য নাম টলিউডের তারকা দেব। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করেছেন দেব। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’।

শিশির ঘোষকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন দেব। পিছনে সুব্রত দত্ত। বুধবার দেশপ্রিয় পার্কে।

একেবারে নতুন মোড়কে ভারতীয় ফুটবলের জনকের জীবনী পর্দায় নিয়ে আসছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কাহিনী -দুলাল দে। নেপথ্যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী।

শোনা যায়, ১৮৭৭ সালে কলকাতার হেয়ার স্কুলে ফুটবল শুরু করেছিলেন ছাত্র নগেন্দ্রপ্রসাদ। সহপাঠীদের উদ্বুদ্ধ করে তিনিই স্কুল সংলগ্ন মাঠে ফুটবল খেলতে নিয়ে আসেন। তাঁর এই উদ্যোগের ফলে ছাত্রদের উৎসাহ দেখে হেয়ার এবং আশপাশের অন্যান্য কলেজের ইউরোপিয়ান শিক্ষকরাও উৎসাহ দিতেন কলকাতায় নগেন্দ্রনাথের ফুটবল প্রসারে। এপরপরেই ‘দ্য বয়েজ ক্লাব’ নামে এদেশের প্রথম ফুটবল ক্লাবের জন্ম হয় নগেন্দ্রনাথের হাতে। কথিত আছে, তারও পরে, ভারতে ফুটবল খেলার ‘জনক’ হিসেবে খ্যাতি পাওয়া নগেন্দ্র প্রসাদ ১৮৮৫ সালে কলকাতায় গঠন করেছিলেন শোভাবাজার ক্লাব। কলকাতায় ফুটবল খেলার জনপ্রিয়তা পাওয়ার পেছনে এই ক্লাবটির ভূমিকা অপরিসীম। খালি পায়ে খেলা শুরুর অনুসন্ধানে এই ক্লাবের সম্পর্কে উল্লেখ করে গিয়েছেন বরেণ‍্য ক্রীড়া-সাংবাদিক রাখাল ভট্টাচার্য। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর একজন যুগপুরুষ মানুষ ছিলেন, অথচ তাঁর সম্পর্কে বাঙালি খুব বেশি জানেন না।

ম‍্যাচ শুরুর আগে দেবকে কি বলছেন অমিত ভদ্র? সঙ্গে মিহির বসু, অলোক মুখার্জি, বিকাশ পাঁজি ও শিশির ঘোষ। বুধবার দেশপ্রিয় পার্কে।

ফুটবলের উন্মাদনা আনতে পুজোর ঠিক আগেই ৩২ টি পুজো কমিটি নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল আইএফএ। নিতান্তই ফান ফুটবল টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্টের শেষ দিনে (মহালয়ার দিনে) ‘গোলন্দাজ’ টিম বিশেষ ম‍্যাচ খেলায় এক ধাক্কায় গুরুত্বটাই বেড়ে গেল। আর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে মনে করাতে এমন একটা দিনে ফুটবল নিয়ে মাঠে নামার সুযোগ নষ্ট করতে চাননি ‘গোলন্দাজ’ টিমের কেউই।

এদিনের এই বিশেষ প্রদর্শণীর ম‍্যাচে উপস্থিত ছিলেন এআইএফএফের সহ সভাপতি সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, বিধায়ক দেবাশিস কুমার। উল্লেখ্য আইএফএ একাদশ ও ‘গোলন্দাজ ম‍্যাচ ৪-৪ গোলে শেষ হয়। আইএফএ একাদশের হয় ৪টি গোল করেন ম‍্যাচের সেরা হয়েছেন জামশিদ নাসিরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here