ইনসাইড স্পোর্টসের প্রতিবদন : ফের আইএফএ-র গভর্নিং বডিতে এলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। একই সঙ্গে ইস্টবেঙ্গল থেকে প্রতিনিধিত্ব করবেন দীপঙ্কর চক্রবর্তী ও মহমেডান থেকে এলেন সভাপতি আমিরুদ্দিন ববি। আর আইএফএতে নতুন মুখ সিএবির প্রাক্তন সভাপতি ও আইপিএলের বর্তমান কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া। দ্বিতীয় ডিভিশনের রাজস্থান ক্লাব থেকে গভর্নিং বডির সভায় এলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। বেশ কয়েক বছর আগে অভিষেক গভর্নিং বডিতে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। পরে একবার এসেছিলেন অভিষেকের ভাগ্নে। এই বছর ফের এলেন অভিষেক।
আজ,সোমবার আইএফএ-এর নতুন গভর্নিং বডির সদস্য নির্বাচন হয়ে গেল। সকাল সোয়া এগারোটা থেকে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনের প্রতিনিধিদের নিয়ে গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়ে গেল। এই বছরও কোনও তারকা প্রাক্তন ফুটবলার গভর্নিং বডি কমিটতে নেই। তবে রাজ্য সভার সাংসদ শান্তনু সেন গভর্নিং বডিতে এসেছেন। এই শান্তনু পঞ্চম ডিভিশনের বেলেঘাটা বালক বৃন্দ থেকে আইএফএ-র গভর্নিং বডির সভায় এলেন। পঞ্চম ডিভিশনের নিবেদিতা ক্লাব থেকে গভর্নিং বডিতে এলেন বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দাস। আগামী ২০ জুন আইএফএ-র অ্যানোয়াল জেনারেল মিটিং হবে সুবর্নবনিক সভা ঘরে।