ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আইএফএ থেকে বকেয়ার প্রথম প্রথম কিস্তির টাকা গ্রহণ করল মোহনবাগান। আজ, বুধবার আইএফএ অফিসে এসে ১২ লক্ষ টাকার চেক নিয়ে গেলেন মোহনবাগানের প্রতিনিধি জয় ব্যানার্জি। এই টাকার পরিমান প্রথম কিস্তির বড় অংশ। প্রথম কিস্তির বাকি ৩ লক্ষ টাকা চলতি মাসের শেষ সপ্তাহে মোহনবাগানকে দিয়ে দেবে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বান দত্ত।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৬০ লক্ষ টাকা বকেয়া ছিল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন তাঁরাও লিগ খেলতে চান। কিন্ত তাঁদের ভেন্ডাররা টাকা পায়। আইএফএ থেকে বকেয়া টাকা না পেলে লিগে খেলতে পারবে না মোহনবাগান। গত সপ্তাহে ক্লাবে গিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করেছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তখনই ঠিক হয় কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। পরে আইএফএ অফিস বেয়ারার্সদের সঙ্গে কথা বলে মোহনবাগানকে টাকা দেওয়ার (কিস্তিতে) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আইএফএ সচিব। মোহনবাগান ক্লাবকে প্রথম কিস্তিবাবদ ১৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মোহনবাগানের ১২ লক্ষ টাকার চেক নেওয়াটা কলকাতা লিগ খেলার ব্যাপারে একটা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।