আইএফএ কর্মী করোনায় আক্রান্ত, ১০ মে পযর্ন্ত দফতর বন্ধ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১ মে, কলকাতা : এবার করোনায় আক্রান্ত আইএফএ-এর এক সিনিয়র কর্মী। তার জেরেই আজ, শনিবার থেকে বন্ধ হয়ে গেল আইএফএ দফতর। আগামী ১০ মে পযর্ন্ত রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার অফিস পুরোপুরি বন্ধ থাকবে। আইএফএ-এর সকল স্টাফকে আজ এই মর্মে ফোন করে জানিয়েও দেওয়া হয়েছে।

গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন আইএফএ-র সিনিয়র কর্মী। কয়েকদিন তিনি আফিসেও আসেননি। এর মধ‍্যে তিনি করোনা টেস্ট করান। গতকাল সিনিয়র কর্মীটি অফিসে এসেছিলেন। কিন্তু তখনও তিনি জানতেন না, যে তিনি করোনা আক্রান্ত। স্বাভাবিক ভাবেই তিনি আর পাঁচজনের সঙ্গে অফিসও করেন। কিন্তু আজ, শনিবার সকালে রিপোর্ট পাওয়ার পর জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। আইএফএ-পদাধিকারীদের জানালে আপাতত ১০ মে পযর্ন্ত দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেই আইএফএ কর্তারা।

খবরটি পাওয়া মাত্রই তিনি কেমন আছেন তা জানতেই আইএফএ-এর করোনায় আক্রান্ত অভিজ্ঞ কর্মীকে ফোন করে ‘ইনসাইড স্পোর্টস’-এর এই সাংবাদিক। তিনি বলেন, আপাতত তিনি ভাল আছেন। বাড়িতেই একটা ঘরের মধ‍্যেই নিজেকে আলাদা রেখে নিয়মের মধ‍্যে আছেন। শ্বাসকষ্ট নেই। কিছুদিন পর ফের টেস্ট করাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় আক্রান্ত আইএফএ-এর এই অভিজ্ঞ কর্মী চাননি বলেই আমরা তাঁর নামটা উল্লেখ করলাম না। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে ফের আইএফএ-এর কাজে যোগ দিন।

করোনা যে ভাবে বাড়ছে তাতে সবাই আতঙ্কিত। ময়দানে বিকেলে যে সমস্ত ক্লাবে কর্তারা আসতেন এখন আর আসছেন না। বেশ কিছু ক্লাব কর্তার সঙ্গে কথা বলে জানা গেল, তারা আশঙ্কায় আছেন। এখন কলকাতা লিগ নিয়ে ভাবছেন না। “আগে প্রাণে বাঁচতে হবে তবে না লিগ খেলব”। বলছিলেন প্রিমিয়ার ডিভিশনের এক ক্লাব কর্তা। করোনার দাপট এতটাই যে কবে কলকাতা লিগ হবে কারও পক্ষে বলা সম্ভব নয়। রাজ‍্য সরকারও জানে না, অদুর ভবিষ্যতে করোনা কি আকার ধারণ করবে। নবান্ন সূত্রের খবর, শুক্রবার যে আংশিক লকডাউন ঘোষণা করেছে তা আপাতত চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভাল, নইলে পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করবে।


ইতিমধ‍্যে কিশোর ভারতী স্টেডিয়ামে ১৫০ বেডের অস্থায়ী হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছে। খড়দহ স্টেডিয়ামেও ফের হাসপাতাল হিসেবে ব‍্যবহার করার জন‍্য নিয়েছে রাজ‍্য সরকার। ফলে এই দুই স্টেডিয়ামে আপাতত কোনও খেলাধূলা করা যাবে না। আগে মানুষকে স্বাস্থপরিষেবা দেওয়াটাই মূল লক্ষ‍্য সরকারের। করোনার জন‍্য রাজ‍্য টেবল টেনিসের যাবতীয় টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here