ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ অগাস্ট,কলকাতা : গত বছর মহালয়ার দিনে পাঁচ বছরে ১৪ কোটি টাকা দেওয়ার শর্তে আইএফএ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল মার্কেটিং এজেন্সি ‘অ্যাকর্ড।’ এক বছরও হয়নি তার আগেই ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে ‘অ্যাকর্ড।’ তাঁর পরিবর্তে এবার আইএফএ-এর সঙ্গে যুক্ত হল শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।’
মূলত কলকাতা ফুটবল লিগের অফিসিয়াল টাইটেল স্পনসর হল এই ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU)।’ এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
কত বছরের চুক্তি? কত টাকা আইএফএকে দেবে SNU? প্রথমে বলতে না চাইলেও পরে টেকনো ইন্ডিয়ায় গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী জানান,”আপাতত বার্ষিক চুক্তি। প্রতি বছর চুক্তি নবিকরন করা হবে। আমরা আইএফএ-এর যাবতীয় ফুটবল উন্নয়নে আমরা সঙ্গে থাকব। শুধু কলকাতা লিগ নয়। উভয়ের লক্ষ্য বাংলার ফুটবলের উন্নয়ন। স্পনসর শব্দটাতে আমার আপত্তি আছে। বরং বলতে পারেন আমরা আইএফএ-এর সঙ্গে জোট বন্ধনে জড়ালাম। এটা আইএফএ-এর সঙ্গে SNU -এর ফ্রেন্ডশিপ রিলেশন শুরু হল।”
এক বছরে কত টাকা আইএফএকে দিচ্ছে সেই ব্যাপারে কিছু জানাতে চাননি সত্যম রায় চৌধুরী। তবে আইএফএ-র একটি সূত্র জানাচ্ছে, এক বছরের জন্য টেকনোর সঙ্গে আইএফএ-এর ১ কোটি টাকার চুক্তি হয়েছে। আইএফএকে ইতিমধ্যে কিছু টাকা অগ্রীমও দিয়েছে SNU।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তার আগে অন্তত একটা স্পনসর পাওয়াটা আইএফএ-এর পক্ষ্যে বেশ স্বস্তিদায়ক। কলকাতা লিগ নামের আগে টাইটেল স্পনসর হিসেবে SNU – এর লোগো ও নাম থাকার কথা। সেরকমই ইঙ্গিত দিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের সামনে আইএফএ ও SNU -এর মৌ সাক্ষর হয়। অনুষ্ঠানে অজিত ব্যানার্জি, সত্যম রায় চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন,বিধায়ক দেবাশিস কুমার, আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সহসভাপতি পার্থ সারথী গাঙ্গুলি ও SNU -এর দুই আধিকারিক।