আইএফএতে নজির বিহীন ঘটনা◆অনড় অজিত, নিজের ফাঁদে আটকে জয়দীপ

0

▪সন্দীপ দে ▪

নিজের ফাঁদে আটকে গিয়েছেন আইএফএ-এর ‘বিপ্লবী’ সচিব জয়দীপ মুখার্জি। নিজের জালে তিনি এমনভাবে জড়িয়েছেন যে, গত সাত দিন ধরে আইএফএ অফিসেই আসতে পারছেন না। এই মূহুর্তে সচিব,তিন সহ সচিব (যদিও তাঁদের সহসচিব পদের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে), কোষাধ‍্যক্ষ এবং সভাপতি কেউ আইএফএ অফিসে আসছেন না। গত সাত দিন ধরে ৬ অফিস বেয়ারার্স ছাড়া আইএফএতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আইএফএ-এর ইতিহাসে নজির বিহীন ঘটনা।
ঘটনার সূত্রপাত আইএফএ সচিব জয়দীপ মুখার্জির পদত‍্যাগ পত্র নিয়ে। তিন মাস আগে আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়ের ইস্টবেঙ্গল প্রীতির প্রসঙ্গ তুলে সচিব পদ থেকে পদত‍্যাগ করেছিলেন জয়দীপ। অজিত বন্দ‍্যোপাধ‍্যায়কে ইঙ্গিত করে স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না বলে পদত‍্যাগ করেছিলেন জয়দীপ। সেই সময় বুক চিতিয়ে জয়দীপ বলেছিলেন,আইলিগ পযর্ন্ত তিনি সচিবের দায়িত্ব সামলাবেন। আই লিগ শেষ হলেই আইএফএ থেকে চলে যাবেন। গত মাসের ২৭ তারিখ আই লিগ শেষ হয়েছে। তার দুদিন পর অর্থাৎ ৩০ মার্চ থেকে আর আইএফএ আসতে পারছেন না জয়দীপ। এই প্রতিবেদন লেখার সময় পযর্ন্ত ময়দানের কোনও ক্লাব কর্তা জয়দীপকে ফেরানোর আর্জি জানিয়ে কোনও প্রস্তাব বা অনুরোধ করেননি। ফলে নিজের পদত‍্যাগের চিঠির বয়ান মোতাবেক এই মুহূর্তে আইএফএ আসা বন্ধ করা ছাড়া আর কোনও উপায় নেই।

বল এখন আইএফএ প্রেসিডেন্ট অজিত ব‍্যানার্জির কোর্টে। জয়দীপকে আইএফএ সচিব পদে ফিরে আসতে হলে অজিত ব‍্যানার্জির কাছে চিঠি দিয়ে পদত‍্যাগ পত্র প্রত‍্যাহার করতে হবে। কিন্তু মিডিয়ার কাছে প্রেসিডেন্ট অজিত বন্দ‍্যোপাধ‍্যায়কে খাস্তা করে জয়দীপ সচিব পদ থেকে পদত‍্যাগ করেছিলেন। শুধু তাই নয়, অজিত ব‍্যানার্জিকে কোনঠাসা করতে আইএফএ-এর তিন সহসভাপতিকেও পদত‍্যাগ করতে বাধ‍্য করা হয়েছিল বলে অভিযোগ। এখন সেই অজিতবাবুর কাছে পদত‍্যাগ পত্র প্রত‍্যাহার করার মুখ নেই। লজ্জা পাচ্ছেন। তিনি পড়েছেন মহা বিপদে। জয়দীপের এখন “পেটে খিদে,মুখে লাজ”-এর মতো অবস্থা।

গত ৫ মার্চ আইএফএ-এর স্পেশাল এজি এমে ময়দানের জনা দুয়েক ক্লাব কর্তা প্রস্তাব রেখেছিলেন, সচিব জয়দীপকে ফিরিয়ে নেওয়া হোক। তখন ওই এজিএমে ওই কর্তাদের আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত বলেছিলেন, জয়দীপের ইস‍্যুটা স্পেশাল এজিএমের অ‍্যাজেন্ডাতে নেই। যদি এই প্রস্তাব রাখতেই হয় তাহলে নিয়ম মেনে আইএফএ সভাপতির কাছে করতে হবে। তখন সভাপতি সেই প্রস্তাব গর্ভনিং বডিতে পাঠাবে। তারপর গর্ভনিং চূড়ান্ত বডি সিদ্ধান্ত নেবে। এটাই হচ্ছে নিয়ম। একমাস হল এজিএম হয়েছে। কিন্তু সোমবার (৫ এপ্রিল ২০২১) পযর্ন্ত কোনও ক্লাব কর্তা সভাপতির কাছে কোনও প্রস্তাব জমা করেননি। ফলে আইএফএ তে এখন চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

প্রশ্ন হল, আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায় কি করবেন? তিনি কি জয়দীপকে থেকে যেতে বলবেন? অজিতবাবু এখন ফোন ধরছেন না। তবে তাঁর ঘনিষ্ট মহল থেকে জানা গেল, অজিতবাবু আগে নিজে থেকে জয়দীপকে কখনই থেকে যাওয়ার কথা বলবেন না। অজিত ব‍্যানার্জির ঘনিষ্ঠ মহলের একটি সূত্র থেকে ‘ইনসাইড স্পোর্টস’ জানতে পেরেছে, জয়দীপের এক ঘনিষ্ঠ নাকি অজিতবাবুকে ফোন করে বলেন,বিষয়টা মিটিয়ে নিতে। তিনি বললেই জয়দীপ থেকে যাবে। উত্তরে সেই জয়দীপ ঘনিষ্ঠকে অজিত বন্দ‍্যোপ‍্যাধ‍্যায় বলেন, “আমি থেকে যেতেও বলব না আবার চলে যেতেও বলব না। জয়দীপ পদত‍্যাগ করেছে। আবার সচিব পদে ফিরে আসতে হলে জয়দীপ তার পদত‍্যাগ পত্র উইড্রো করুক। এটা তো সাধারণ নিয়ম।” ঠিক এখানেই পদত‍্যাগের নাটক করতে গিয়ে নিজের ফাঁদে আটকে গিয়েছেন জয়দীপ।

আসলে তিন মাস আগে সরাসরি মিডিয়ার কাছে তাঁকে অপমান করে পদত‍্যাগ করেছিলেন জয়দীপ। সঙ্গে জুড়ে নিয়েছিলেন তিন সহসভাপতি তনুময় বসু,পার্থসারথী গাঙ্গুলি ও শ‍্যামল মিত্রকে। এই অপমান ভুলতে পারছেন না অজিতবাবু। তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, জয়দীপ এবং তিন সহসভাপতি পদত‍্যাগ পত্র প্রত‍্যাহার করে চিঠি দিক। সঙ্গে সঙ্গে সেই চিঠি গর্ভনিং বডিতে পাঠিয়ে দেবেন অজিতবাবু।

জয়দীপের সামনে দুটি রাস্তা খোলা, ১) পদত‍্যাগ পত্র প্রত‍্যাহার করতে চেয়ে সভাপতিকে চিঠি দিতে হবে।
২) আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছে নিজের ভুল স্বীকার করতে হবে এবং তা মিডিয়ার সামনে বলতে হবে।

আর যদি জয়দীপের ফিরে আসা সম্ভব না হয়? তার বিকল্প ব‍্যবস্থাও তৈরি রাখছেন ময়দানের দুই গ্রুপের দুই কর্তা। একটি গ্রুপের এক কর্তা জানালেন, জয়দীপের পরিবর্ত সচিব হিসেবে দুই জনের নাম ভেবে রাখা হয়েছে। যদিও
এমন জটিল পরিস্থিতি যাতে সুষ্ঠুভাবে কাটে তার জন‍্য অবশ‍্য ময়দানের কিছু কর্তা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ঘন ঘন বৈঠক চলছে। ময়দান ঘুরে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে জয়দীপকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। কি কি কারণে অসন্তোষের সৃষ্টি? তার তালিকাটাও বেশ দীর্ঘ। যেমন –
১) গত মাসে ‘অনন‍্যা’ সম্মান’ অনুষ্ঠানে জয়দীপের তিনটি সিদ্ধান্ত ময়দানে প্রশ্ন তুলে দিয়েছে।

(ক) মেয়র পারিষদ দেবাশিস কুমারের স্ত্রীকে কেন ‘অনন‍্যা’ সম্মান দেওয়া হল? দেবাশিসবাবু বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত এবং খেলা ভালবাসেন ঠিকই কিন্তু খেলাধূলার জগতে তাঁর বা তাঁর স্ত্রীর কি অবদান আছে? তাহলে কার স্বার্থে এই পুরস্কার দেওয়া হল?

(খ) একই প্রশ্ন উঠেছে আই লিগের সিইও সুনন্দ ধরকে নিয়েও। ওই ‘অনন‍্যা’ সম্মান অনুষ্ঠানে সুনন্দর স্ত্রীকেও পুরস্কৃত করা হয়। কেন?
(খ) প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের শাশুড়িকে কিসের ভিত্তিতে ‘অনন‍্যা’ সম্মান দেওয়া হল?

২) সল্টলেকে মেট্রো স্টেশনে আইএফএ-এর নাম করণ অনুষ্ঠানে কমার্সিয়াল ব‍্যাপারটাই ক্রীড়ানুরাগীর কাছে গোপন রেখেছিলেন আইএফএ সচিব জয়দীপ। কিন্তু পড়ে জানা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ‘সল্টলেক স্টেডিয়াম’ স্টেশনের আগে আইএফএ-এর নাম রাখা হয়। প্রথম বারের চুক্তি শেষ হলে গত মার্চ মাসে ফের সাত লক্ষ টাকা দিয়ে স্টেশনের কমার্সিয়াল স্পেস কেনে আইএফএ। যে কোনও সংস্থা টাকা দিয়ে মেট্রো স্টেশনের কমার্সিয়াল স্পেস কিনতেই পারে। এখানে আইএফএ কোনও বিপ্লব ঘটায়নি। বরং মেট্রোতে টাকা খরচ না করে অনেক ক্লাবের বকেয়া মেটাতে পারতেন জয়দীপ।

৩) জয়দীপ মুখার্জি হল ভয়ঙ্কর আত্মপ্রচার লোভী। আইএফএ-এর নিজস্ব ইউটিউব চ‍্যানেল বা ফেসবুক পেজে বেশির ভাগ সময় তাঁর ছবি প্রকাশ করে শুধুই জয়দীপ বন্দনা। প্রচারের যা ভাত্রা তাতে আইএফএ-এর উর্ধে হল জয়দীপ। এমন ঘটনায় প্রচন্ড বিরক্ত ময়দানের বড় একটা অংশ।

৪) সম্প্রতি কল‍্যাণীতে কেপিএল নিয়ে জয়দীপের অতিসক্রিয়তায় প্রশ্ন উঠছে। অভিযোগ, অন‍্য ক্লাবের এখনও যেখানে বকেয়া বাকি সেখানে আগে কেন কল‍্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষকে তাড়াতাড়ি পেমেন্ট করা হল?
জয়দীপের বিরুদ্ধে এমন একাধিক প্রশ্ন,অভিযোগ তালিকা করা শুরু হয়ে গিয়েছে। সেন্ট্রাল এক্সাইজ ক‍্যান্টিনে দাঁড়িয়ে ময়দানের এক সিনিয়র কর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি আবার আইএফএ-এর এক গুরুত্বপূর্ণ কমিটির সদস‍্যও) ‘ইনসাইড স্পোর্টস’-কে বললেন,”সন্দীপ, জয়দীপকে যদি চলে যেতে হয়, তাহলে সমস‍্যা মিটেই গেল। আর যদি ফিরে আসে তাহলে ওর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা একদিন দলের মিটিংয়েই তুলে ধরব। সেদিন আর তোমাকে নাম প্রকাশে অনিচ্ছুক শব্দটি লিখতে বলব না।”

কর্তাটির কথাগুলি শোনার পর বুঝতে আর অসুবিধে হল না। সত‍্যিই বেকায়দায় জয়দীপ।
আর একবার সাধিলে তাহার মুস্কিল আসান হইতো। কিন্তু জয়দীপকে সাধিবার জন‍্য কেহ কি নেই এই ময়দানে?

◆ দেবাশিস কুমারের ‘অনন‍্যা’সম্মানের ছবি সৌজন‍্যে – আইএফএ◆

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here