অ‍্যাকোর্ডের বিদায়,আসছে নতুন স্পনসর,লিগ শুরু ১৮ আগষ্ট

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৩ জুলাই : বড় ধরনের অঘটন না ঘটলে অন্তত প্রিমিয়ার এ গ্রুপের ফুটবল লিগ হচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান অংশ না নিলেও লিগ হবেই। শুক্রবার আইএফএ-এর গভর্নিং বডির সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল।
প্রশ্ন হল, যদি ইস্টবেঙ্গল, মোহনবাগান না খেলে তাহলে কি হবে? জবাবে আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত বলেন,”আমরা ১৪টা দল নিয়েই লিগের ক্রীড়া সূচি তৈরি করব। লিগে ক্লাব গুলির অংশ নেওয়াটা বাধ‍্যতামূলক। তারপরেও যদি ওরা না খেলে তাহলে প্রতিপক্ষ দল ওয়াকওভার পাবে। পরে আইএফএ-এর সংবিধানে যা আছে তাই হবে। আর যদি যারা খেলবে না বলে আগাম চিঠি দেয় তাহলে সেই চিঠি পাঠানো হবে লিগ সাব কমিটিতে। পরে লিগ সাব কমিটি পাঠাবে গভর্নিং বডিতে। সেখানেই না খেলা ক্লাবের ব‍্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সমস‍্যা আরও আছে, যদি ১ আগষ্ট থেকে সাধারণের জন‍্য লোকাল ট্রেন বন্ধ থাকে তাহলে কি লিগ শুরু করা সম্ভব? আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”ট্রেন না চললে সমস‍্যা তো হবেই। তবে তার জন‍্য লিগ বন্ধ হবে না। আমরা ক্লাব গুলোর সঙ্গে কথা বলেছি। রেলের বিশেষ অনুমতি নিয়ে যাতে ফুটবলাররা ট্রেনে করে আসতে পারে তার ব‍্যবস্থা আমরা করব।”

এদিকে, আইএফএ থেকে অ‍্যাকোর্ড চলে যাচ্ছে। গত বছর মহালয়ার দিন মধ‍্য কলকাতার এক পাঁচতারা হোটেলে ঘটা করে আইএফএ ও অ‍্যাকোর্ডের গাঁটছড়া বেঁধেছিল। চার বছরের চুক্তি হয়েছিল। এই চার বছরে আইএফএকে ১৪ কোটি টাকা দেওয়ার কথা ছিল অ‍্যাকোর্ডের। কিন্তু ব‍্যর্থ হয়ে চলে যাচ্ছে তারা। এই বিষয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”এই মুহূর্তে ওদের সমস‍্যা আছে। কন্টিনিউ করতে পারবে না। অ‍্যাকর্ড আমাদের চিঠি দিয়ে জানিয়েছে। বিকল্প স্পনসরের সঙ্গে কথা চলছে। আশাকরি খুব শীঘ্রই নতুন স্পনসরের নাম ঘোষনা করতে পারব।” সম্ভবত আগামী ২ আগষ্ট আইএফএ লিগের ক্রীড়াসূচি ও নতুন স্পনসরের নাম ঘোষণা করতে চলেছে।


এদিকে, এদিন নতুন সহসচিবের নাম ঘোষণা করা হয়। সুফল গিরিকে রেখে দেওয়া হল। বাকি তিন সহ সচিব হলেন রাকেশ ঝাঁ, শুভাশিস সরকার ও নজরুল ইসলাম। এদিনের গভর্নিং বডির সভায় ২০২০-‘২১ – এর হিসেব পেশ করা হয়। আইএফএ পদাধিকারীদের দাবি, ১৬ লক্ষ টাকা লাভ হয়েছে। এই ঘোষণা শুনে পিয়ারলেসের কর্তা অশোক দাশগুপ্ত সভায় বলে ওঠেন কি ভাবে হল? সভায় অশোকবাবুকে বলা হয়, গত বছরের আয়-বায়ের হিসেব জানা যাবে আগামী সাধারণ বার্ষিক সভায় -অ‍্যানোয়াল রিপোর্ট বুক থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here