অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

0

◆অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস ) – ১৯৫/১০, (দ্বিতীয় ইনিংস ) – ২০০/১০
◆ ভারত (প্রথম ইনিংস ) – ৩২৬/১০, (দ্বিতীয় ইনিংস ) – ৭০/২
ভারত ৮ উইকেটে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রথম টেস্টে লজ্জাজনক হার। তার সঙ্গে সর্বনিম্ন ৩৬ রানের লজ্জায় মুখ ঢেকেছিল ভারতীয় ক্রিকেট। আশঙ্কা ছিল অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বাকি তিন টেস্টেও আরও কত না জানি লজ্জা অপেক্ষা করে আছে। ঠিক সেই সময়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল অজিঙ্ক রাহানের টিম ইন্ডিয়া।বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারাল ভারত।

প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফিরে আসেন বিরাট কোহলি। অধিনায়কত্বের ভার পড়ে অজিঙ্ক রাহানের উপর। এদিকে চোটের কারণে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। সঙ্গে দুই তরুণ ক্রিকেটারের অভিষেক। দলে মোট ৪টি পরিবর্তন নিয়ে মেলবোর্ন টেস্টে নামেন অধিনায়ক রাহানে। অধিনাকত্বে, ব‍্যাটিংয় তিনি সফলও হলেন।

প্রথম ইনিংসে দুরন্ত বোলিং এবং ক্যাপ্টেন্সি । ফলস্বরূপ ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বুমরা ( ৪ উইকেট) ও অশ্বিনদের(৩ উইকেট) বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি অজি ব‍্যাটসম‍্যানরা। টেস্ট অভিষেকে সফল সিরাজ (২ উইকেট)। জবাবে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৩২৬ রান করে।

শুরুতে অভিষেক ম্যাচে গিলের ৪৫ রানের পর অধিনায়কোচিত শতরান রাহানের। যোগ্যসঙ্গত দেন জাদেজা। তিনি করেন ৫৭ রান। ১৩১ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০০ রানে অল আউট হয়ে যায়।

প্রথম ইনিংসে নজরকাড়া বোলিং করার পর দ্বিতীয় ইনিংসেও মহম্মদ সিরাজ ৩টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে বুমরা ও অশ্বিন ২টি করে উইকেট নিয়েছেন।
৭০ রান লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায় । মিচেল স্টার্কের বলে ফিরে যান ময়াঙ্ক । ৫ রান করে পেইনের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়ানে ফেরেন তিনি। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে কামিন্স ফেরান পুজারাকে। ৩ রানে গ্রিনের হাতে ক্যাচ দেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল গিল। ৩৫ রান করে অধিনায়ক রাহানের সঙ্গে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন ।

আট উইকেটে জয় ছিনিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত । আলোচনার কেন্দ্রে রাহানের অধিনায়কত্ব ও দুই তরুণের পারফরম্যান্স। তবে শামির পর এই ম্যাচে উমেশের চোট চিন্তায় ভারতীয় ক্রিকেট টিম ম‍্যানেজমেন্ট। এদিকে এই টেস্টে মুরলিধরনের রেকর্ড ভাঙলেন অশ্বিন। মুরলির পর অশ্বিন সব থেকে বেশি বাঁ হাতি ব‍্যাটসম‍্যানকে আউট করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here