অরূপই ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী মনোজ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কলকাতা, ১০ মে : প্রত‍্যাশা মতোই ফের বাংলার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস। আর ক্রীড়া বিভাগের প্রতিমন্ত্রী হলেন মনোজ তিওয়ারি। আজ, সোমবার রাজভবনে প্রথমে মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে নবান্নে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মূখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সেই বৈঠকেই মন্ত্রীদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

বিদেশ বসু ও মনোজ তিওয়ারি মন্ত্রী হওয়ার দৌড়ে আছেন এমন তথ‍্য গত শনিবারই “ইনসাইড স্পোর্টস” তুলে ধরেছিল। মন্ত্রী হওয়ার দৌড়ে বিদেশের থেকে এগিয়ে ছিলেন মনোজ সেটাও তুলে ধরেছিলাম আমরা। মূখ‍্যমন্ত্রী তরুণ মুখ চাওয়ায় খেলার জগতের দুই বিধায়কের মধ‍্যে মনোজ তিওয়ারিকেই মন্ত্রী হিসেবে আপাতত বেছে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে মূখ‍্যমন্ত্রীর প্রথম পছন্দ ছিল বাংলা রনজি দলের প্রাক্তন অধিনায়ক ও শিবপুর কেন্দ্রের জয়ী প্রার্থী মনোজ তিওয়ারি।

হাওড়া থেকে আগে লক্ষ্মীরতন শুক্লা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলার মাঠের একদা সতীর্থ লক্ষ্মীরতন শুক্লার জায়গায় মন্ত্রী করা হল মনোজকে। পাশাপাপাশি শোনা যাচ্ছে, ফুটবল সহ অন‍্য খেলার উন্নয়নে প্রাক্তন ফুটবলার ও বিধায়ক বিদেশ বসুকে অন‍্যভাবে কাজে লাগানোর ভাবনা চিন্তা আছে সরকারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here