ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অযোধ্যা পাহাড়ে এই প্রথম কোনও ম্যারাথন দৌড়ের আসর বসতে চলেছে। মূলত পুরুলিয়ার ভূমিপুত্র নরেশ কুমার আগরওয়ালের উদ্যোগে এই প্রথম জঙ্গল মহলে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
নরেশ কুমার আগরওয়ালের ‘কুশল এডুকেশন ফাউন্ডেশনে’র উদ্যোগে এই ম্যারাথন দৌড়। আজ,শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসে র্যামিরেজ ব্যারেটো, অভিনেতা দেবরাজ মুখার্জি অভিনেত্রী বুলবুলি পাঁজা চৌবে এবং কুশল এডুকেশন ফাউন্ডেশনের কর্ণধার নরেশ কুমার আগরওয়াল।
ব্যারেটো বলেন,”আমি একটা সময় নর্থ বেঙ্গলে বেশ কয়েকমাস ছিলাম। জেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।আমি সেটা বুঝতে পেরেছি। খোঁজ নিয়ে দেখেছি,পুরুলিয়াতেও অনেক প্রতিভা আছে। কুশল এডুকেশন ফাউন্ডেশনের এই উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি নিজে এই ম্যারাথন দৌড়ে অংশ নেব।”
কুশল এডুকেশন ফাউন্ডেশনের কর্ণধার নরেশ কুমার আগরওয়াল বলেন,”পিছিয়ে পরা আমাদের জেলার যুবকদের খেলা মুখী করার জন্য আমাদের এই প্রয়াস। আদিবাসিদের শারীরিক গঠন, শক্তি আছে। ওদের খেলার মধ্যে রাখাটাই আমাদের উদ্দেশ্য।” কুশলবাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে অভিনেত্রী বুলবুলি পাঁজা চৌবে বলেন,”নরেশজি জেলার খেলাকে গুরত্ব দিচ্ছেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যারাথন জঙ্গলমহলে দৃষ্টান্ত হয়ে থাকবে। দারুন উদ্যোগ।”
প্রসঙ্গত উল্লেখ্য, পুরুলিয়া জেলার অযোধ্যায় নরেশ বাবু তৈরি করেছেন’কুশল এডুকেশন ফাউন্ডেশন।’ এই সংস্থার হাত ধরে স্থানীয় আদিবাসীরা নানান ভাবে উপকৃত হয়ে আসছেন। এই প্রথম ম্যারাথনে তিনটি ভাগে দৌড় হবে। ৫,১০ও ২১ কিলোমিটার ম্যারাথনে মোট প্রতিযোগীর সংখ্যা এক হাজার। আর্থিক পুরস্কারও থাকছে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার দিনে প্রতি কিলোমিটার অনতর জুম্বা, ঢোল, নাগারা, পঞ্জাবী নাচ,ছৌঁ নাচ, সাঁওতাল নাচের ব্যবস্থা থাকছে।