অভিষেকেই হ‍্যাটট্রিক র‍্যামোসের, সুইজারল‍্যান্ডকে ৬ গোল, শেষ আটে পর্তুগাল

0

◆হ‍্যাটট্রিক করার পর র‍্যামোস◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোষ। তবু অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু বাস্তবে সেটাই ঘটল। তারকা রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখে তাঁর জায়গায় যাকে মাঠে নামালেন তাঁর বয়স মাত্র ২১ বছর। গনসালো র‍্যামোস। আরও অবাক কান্ড হল, এটাই ছিল তাঁর প্রথম বিশ্বকাপ ম‍্যাচ। অভিষেক ম‍্যাচে নেমে বাজিমাত করলেন। করে ফেললেন হ‍্যাটট্রিক। রোনাল্ডোকে ছাড়াই প্রি-কোয়ার্টার ফাইনাল ম‍্যাচে সুইজারল‍্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল।

এদিন ম‍্যাচের শুরু থেকেই পর্তুগাল ছিল ভয়ঙ্কর। ঘন ঘন আক্রমণে সুইজারল‍্যান্ড তখন দিশাহারা। ১৭ মিনিটে প্রথম গোল করেন র‍্যামোস। ৩৩ মিনিটে আবার গোল। এবার গোল করলেন এবারের বিশ্বকাপের সব থেকে বেশি বয়সের ফুটবলার পেপে (৩৮ বছর)।

৫৬ মিনিটের মাথায় আবার গোল পর্তুগালের। এ বার গোল করেন রাফায়েল গুয়েরেরো। তিনি বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। ৫৮ মিনিটের মাথায় গোল করে ব‍্যবধান কমান সুইৎজ়াল‍্যান্ডের আকাঞ্জি। কিন্তু গোল হজম করলেও একই গতিতে আক্রমণ করে গিয়েছে পর্তুগাল। পরে আরও দুটি গোল করে হ‍্যাটট্রিক করেন নবাগত র‍্যামোস।

৭৩ মিনিটে র‍্যামোসকে তুলে নিয়ে কোচ তাঁর জায়গায় নামান রোনাল্ডোকে। মাঠে নেমে একটি গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। ম‍্যাচের শেষ গোলটি করেন পরিবর্তিত ফুটবলার রাফায়েল লিয়াও। এই জয়ের ফলে পর্তুগাল অনায়াসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here