অবশেষে শিলিগুড়ি শহরে ‘মোহনবাগান অ‍্যাভিনিউ’

0

◆’মোহনবাগান অ‍্যাভিনিউ’-এর ফলক ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ এপ্রিল : প্রতিক্ষার অবসান। অবশেষে শিলিগুড়ি শহরে ‘মোহনবাগান অ‍্যাভিনিউ’। রবিবার ধুমধাম করেই শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ফুটবলার লিস্টন কোলাসো। এবং অবশ‍্যই উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত সহ ক্লাবের কার্যকরী কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা। ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্তারাও। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেরিনার্সের সদস‍্যরাও।

রাস্তার নামকরণ অনুষ্ঠানে দেবাশিস দত্ত, গৌতম দেব,লিস্টন কোলাসো,স্বপন ব‍্যানার্জি। রবিবার শিলিগুড়িতে

অতীতে উত্তর কলকাতায় মোহনবাগানের বসু বাড়ি সংলগ্ন এলাকায় ‘মোহনবাগান লেন’ থাকলেও এই ক্লাব কেন, কোনও ক্লাবের নামেই রাস্তা পশ্চিমবঙ্গে নেই। সেক্ষেত্রে মোহনবাগান নতুন পথ দেখাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তর কলকাতায় ‘মোহনবাগান লেন’কে কয়জন মনে রেখেছে? শিলিগুড়ির ‘মোহনবাগান অ‍্যাভিনিউ’ কে কি ‘মোহনবাগান লেন’-এর মতোই মানুষ ভুলে যাবে? এই উপলব্ধি থেকেই হয়তো শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম‍্যান গৌতম দেব একটু আশার কথা শুনিয়েছেন। গৌতমবাবুর কথায়,” মনে রাখতে হবে, শুধু’মোহনবাগান অ্যাভিনিউ করলে হবে না, রাস্তাটা যাতে সুন্দর করে গড়ে তোলা যায় সেটাও আমাদের করতে হবে। সৌন্দর্যায়ন না ঘটালে মোহনবাগান অ‍্যাভিনিউ অনাদরে, অবহেলায় থেকে যাবে। সেটা হতে দেব না। আমরা রাস্তার সৌন্দর্যায়ন করব। সূর্যসেন পার্ক পর্যন্ত কাজ হবে। আশাকরছি সব কিছুই ঠিক থাকবে। আমি খেলার মাঠের লোক। খেলার উন্নয়ন করব। এই প্রজন্ম মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে যেন অবগত থাকে, তারই চেষ্টা করা হবে।”
পুর নিগম সূত্রে জানা গিয়েছে, মোহনবাগান অ‍্যাভিনিউ’তে মা দুর্গার মূর্তি বসানো হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তার পরিবর্তন করা হবে।

মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস‍্যরা। রবিবার শিলিগুড়িতে

এই শিলিগুড়ি শহর হল ইস্টবেঙ্গলের গড়। আর সেই শহরে নিজেদের ক্লাবের নামে রাস্তা হওয়ায় মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্তকে আলাদা তৃপ্তি দিয়েছে। “লোকে জানে,শিলিগুড়ি মানেই ইস্টবেঙ্গলের শহর। কিন্তু মোহনবাগানও ছিল। এবার কিন্তু এই রাস্তার মধ‍্যে দিয়ে আরও বেশি করে এই শহরে ঢুকে পড়ল মোহনবাগান। আজ আমাদের গর্বের দিন, ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, এই মোহনবাগান অ‍্যাভিনিউ দেখতে বাইরে থেকে লোক আসবে। আমরা পথ দেখাই,পরে অন‍্য ক্লাব আমাদের অনুসরণ করে। আমাদের এই উদ‍্যোগকে সর্বতভাবে সাহায‍্য করায় অন্তরের অন্তরস্থল থেকে শিলিগুড়ি পুরনিগমকে অভিনন্দন জানাচ্ছি।”

মোহনবাগানের রাস্তার নামকরণ অনুষ্ঠানে হাজির শিলিগুড়ি মেরিনার্সের সদস‍্যরা

সবে এক বছর হল দেবাশিস দত্ত মোহনবাগানের সচিব হয়েছেন। আর এই এক বছরেই সচিব হিসেবে সাফল‍্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন দেবাশিসবাবু। আইএসএল খেতাব জয়, স্পোর্টস লাইব্রেরি থেকে স্পোর্টস অ‍্যাকাডেমি, জিম, নতুন গেট, মোহনবাগানের নামে রাস্তা – সবই তাঁর জমানায়। ক্লাব সূত্রের খবর, এবার শিলিগুড়িতেও চমক আনতে চান মোহনবাগান সচিব। যা নাকি ইস্টবেঙ্গলও কখনও আগে ভাবেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here