অবশেষে লিগ শুরু, ক্রোমার জোড়া গোল, জিতল পিয়ারলেস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৭ অগাস্ট : গত মরসুমে কলকাতা ফুটবল লিগ করা যায়নি। তবে এবার অন্তত শুরু করা গেল। আপাতত প্রিমিয়ার ‘এ’ গ্রুপের লিগ শুরু হল। আজ,মোহনবাগান মাঠে লিগের প্রথম ম‍্যাচে মুখোমুখি হয়েছিল শেষ বারের লিগ চ‍্যাম্পিয়ন পিয়ারলেস ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। খিদিরপুরকে ৪-১ গোলে হারায় পিয়ারলেস। জোড়া গোল করেন ক্রোমা।

পিয়ারলেসের তিন গোলদাতা

ম‍্যাচের শুরুতেই চমৎকার গোল করে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার ইমানুয়েল। ম‍্যাচের শুরুতে এগিয়ে গেলেও গোল ধরে রাখতে পারেনি শতাব্দী প্রাচীণ খিদিরপুর। ৯ মিনিটের মাথায় পঙ্কজ মৌলা গোল করে পিয়ারলেসকে সমতায় ফেরান।

গোল করে এগিয়ে যাওয়ার পর খিদিরপুর ফুটবলারদের উল্লাস

ম‍্যাচের সময় যত এগিয়েছে খিদিরপুর ততই যেন পিছিয়ে পড়ছিল। ২২ মিনিটে আফতাব আলম গোল করে পিয়ারলেসকে ২-১ গোলে এগিয়ে দেন। ম‍্যাচের পরের দুটি গোল আনসুমনা ক্রোমার। ৩৯ মিনিটে গোল করার পর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল করেন ক্রোমা।

রাজারহাটে ন‍্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী সহ কর্তারা

এদিন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন এআইএফএ সচিব কুশল দাস ও আইএফএ আধিকারিকরা। বুধবার মহমেডান খেলবে সাদার্ন সমিতির বিরুদ্ধে।

এদিকে,এদিন মোহনবাগান মাঠ থেকে গিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কুশল দাস, জয়দীপ মুখার্জি, সুব্রত দত্তরা রাজারহাটে ফেডারেশনের তৈরি ন‍্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্সের মাঠ ঘুরে দেখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here