অবশেষে ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট‍্যান্ডের উদ্বোধন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিএবির তৎকালীন সভাপতি অভিষেক ডালমিয়া ঘোষণা করেছিলেন, কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে ইডেনের একটি ব্লকে স্ট‍্যান্ড করা হবে। ঝুলনের মতো কৃতি ক্রিকেটারের নামে ইডেনে স্ট‍্যান্ড করার ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন বাংলার ক্রিকেট মহল। পরে সিএবি’র প্রশাসনে পালা বদল হল। নতুন সভাপতি পদে আসেন স্নেহাশিস গাঙ্গুলি। দেরিতে হলেও শেষ পযর্ন্ত ঝুলনকে বিশেষ সম্মান জানাতে অভিষেকের ভাবনাকে বাস্তবায়িত করলেন স্নেহাশিস গাঙ্গুলি। আজ, মঙ্গলবার সন্ধ‍্যায় ইডেনে ঝুলন গোস্বামী ও কর্ণেল এন জে নায়ারের নামাঙ্কিত স্ট‍্যান্ড ঘোষণা করা হল।

ছোট্ট, সুষ্ঠু অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে নতুন স্ট‍্যান্ড ঘোষণা হল। দেশের জন‍্য শহীদ হয়েছেন এনজে নায়ার। তাঁকে সম্মান জানাতে এই স্ট‍্যান্ডের নামকরণ। এদিন অনুষ্ঠানে প্রয়াত নায়ারের পুত্র এসেছিলেন। সিএবির পক্ষ থেকে তাঁকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়।

মঞ্চে বক্তব‍্য রাখতে গিয়ে ঝুলন বলেন,”আমি যখন খেলা শুরু করি তখন এত কিছু ভাবিনি। সৌরভ স‍্যারের ভক্ত ছিলাম। তিনিই ছিলেন আমার অনুপ্রেরণা। বিশ্বে কোনও স্টেডিয়ামে কোনও মহিলা ক্রিকেটারের নামে স্ট‍্যান্ড আছে, এমনটা শুনিনি। আমি সম্মানিত।” কথাগুলো বলেই উপস্থিত দর্শকাশনের দিকে মাথা নিচু করে প্রণাম জানান ঝুলন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, আইপিএল কাউন্সিল কমিটির সদস‍্য অভিষেক ডালমিয়া সহ সিএবির সকল কর্তারা। ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ পদাধিকারীরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here