ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৮ ডিসেম্বর : অপসারিত এসসি ইস্টবেঙ্গলের কোচ মানোলো দিয়াজ। তাঁর চাকরি যে যাবেই সেটা প্রায় নিশ্চিত ছিল। চলতি আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে অনেকদিন আগে থেকেই টালমাটাল ছিল স্প্যানিশ কোচের ভবিষ্যৎ। আটটি ম্যাচে গোল খেয়েছে ১৮টি। লিগ তালিকার সবার শেষে। স্বাভাবিক ভাবেই মঙ্গলবার স্পেনের এই কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল লাল-হলুদ ৷ আপাতত অস্থায়ী ভাবে কোচের দায়িত্ব সামলাবেন রেনেডি সিং। দিয়াজের সঙ্গেই পদত্যাগ করেছেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও ৷