◆মহারাষ্ট্রকে হারানোর পর বাংলা দল,রবিবার কোলাপুরে◆
◆বাংলা – ২ ( সুরজিৎ হাঁসদা, দীপক রজক)
◆মহারাষ্ট্র – ১
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৫ জানুয়ারি :
অপরাজেয় বাংলা। এবারের সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডের পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয়। অর্থাৎ ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে থেকে সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছে গেল বাংলা। এদিন, মহারাষ্ট্রর কোলাপুরে ছত্রপতি শাহু স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা দল। বাংলার দুই গোলদাতা সুরজিৎ হাঁসদা ও দীপক রজক।
সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে বাংলা পরপর পাঁটটি ম্যাচে হারাল হরিয়ানা (৩-০), দমন ও দিউ (৫-০), মধ্যপ্রদেশ (৫-০), ছত্তিশগড় (২-০) এবং মহারাষ্ট্র (২-১) কে।
এদিন ম্যাচ শুরুর আগেই বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে সমর্থন করতে স্থানীয় দর্শক মাঠে ভিড় করেন। ছত্রপতি শাহু স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ঘরের মাঠে ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই দশর্কদের সমর্থন পেয়ে আত্মবিশ্বাস ছিল মহারাষ্ট্র ফুটবল দল। দুটি দলের ১২ পয়েন্ট ছিল। যদিও গোল পার্থক্যে এগিয়ে ছিল বাংলা। সন্তোষ ট্রফির মূলপর্বে সরাসরি পৌঁছতে হলে মহারাষ্ট্রকে জিততেই হত। আর বাংলা ড্র করলেই মূলপর্বে পৌঁছতো। গ্যালারি ভর্তি মহারাষ্ট্রের দর্শকদের উপস্থিতি বাংলার ফুটবলারদের চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় উত্তেজনার সঙ্গে ম্যাচ শুরু হতেই আট মিনিটের মাথায় সুরজিৎ হাঁসদা গোল করে বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন। ৩৫ মিনিটের মাথায় আবার গোল! দীপক রজক গোল করে বাংলাকে ২-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মহারাষ্ট্র একটি গোল করে ব্যবধান কমালেও (১-২) শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য দলের ফুটবলারদের আগেই বলে দিয়েছিলেন, ড্র নয়, জিততে হবে। জিতেই মূলপর্বে পৌঁছনোর বার্তা দিয়েছিলেন। সেই বার্তায় সাড়া দিয়ে ম্যাচ জিতে অপরাজেয় থাকলেন নরহরি,রবি, সুরজিৎ, দীপকরা। এবার মিশন – মূলপর্বের লড়াই।