অনূর্ধ্ব-১৭ আন্তঃজেলা খেতাব জিতল দঃ২৪ পরগনা জেলা

0

◆চ‍্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ফুটবল দলের ফুটবলাররা।শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তিন বছর পর ফের সাফল‍্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। ২০১৯ সালে চুচুড়ার মাঠে সিনিয়র জেলা চ‍্যাম্পিয়নশিপে খেতাব জিতেছিল ফরিদ আলি মোল্লার প্রশিক্ষণাধিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আর আজ, শনিবার, কোচ সুবীর নস্করের হাত ধরে কিশোর ভারতী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ আন্তঃজেলা ফুটবল চ‍্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুললো এই জেলা।

এদিন নদিয়াকে টাইব্রেকারে হারিয়ে চ‍্যাম্পিয়ন হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। ম‍্যাচের প্রথমার্ধে মাসুদ আলির গোলে ১-০ গোলে এগিয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দল। কিন্তু এই গোল ধরে রাখতে পারেনি মাসুদ,রাকিব,শাহিলরা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে নদিয়ার দেবাশিস হালদার গোল করে সমতা ফেরান (১-১)। পরে ম‍্যাচ চলে যায় ট্রাইব্রেকার। টান টান উত্তেজনার মধ‍্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দলের গোলরক্ষক রাকিব কয়াল তিন তিনটি গোল বাঁচিয়ে দেন। নদিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫-২ ব‍্যবধানে জিতে খেতাব ঘরে তুলে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই বছরই প্রথম রাজ‍্য সরকারের সহায়তায় আইএফএ অনূর্ধ্ব -১৭ আন্তঃজেলা ফুটবল চ‍্যাম্পিয়নশিপ শুরু করেছে। আর প্রথম বারেই বাজিমাত করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা।

টুর্নামেন্টের সেরার খেতাব হাতে সাহিল মন্ডল। পুরস্কার তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী

ম‍্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দলের মাসুদ আলি ও সাহিল মন্ডল। এই দুই সেরা ফুটবলারকে পাঁচ হাজার টাকা এবং চ‍্যাম্পিয়ন দল হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দলকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এদিন ফাইনালে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন আইএফএ-এর পদাধিকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here