ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লিগ শুরু হওয়ার আগেই অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে অশান্তি। অভিমানে গত সাত দিন ধরে অনুশীলনে যাচ্ছেন না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ কৃষ্ণেন্দু রায়। সূত্রের খবর, কোচ কৃষ্ণেন্দূ রায়কে এই মূহুর্তে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। অভিযোগ, কিবু ভিকুনাকে টিডি হিসেবে আনার পর থেকে কৃষ্ণেন্দু রায়কে ব্রাত্য করে রেখে দিয়েছেন। এই ঘটনায় অপমানিত বোধ করেই দলের অনুশীলনে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই ব্যাপারে ভারতের প্রাক্তন ফুটবলার ও বাংলার প্রাক্তন কোচ কৃষ্ণেন্দু রায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করলে তিনি “ইনসাইড স্পোর্টস”কে বলেন,”আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। আপনি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলুন।” তাঁর কথা শুনেই মনে হল তিনি বিরক্ত হয়ে আছেন।
ডায়মন্ড হারবার এফসি দলের দায়িত্বে আছেন আকাশ ব্যানার্জি। এই আকাশ হলেন মুখ্যমন্ত্রীর আত্মীয়। গতকাল রাত সাড়ে এগারোটার সময় আকাশ ব্যানার্জিকে ফোন করলে তিনি “ইনসাইড স্পোর্টস”-এর এই প্রতিবেদককে বলেন,”কাল (বুধবার) দুপুর ১২ টার দিকে ফোন করুন।” তাঁর কথা মতোই প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করলে আকাশ ব্যানার্জি ফোন ধরেননি। এই প্রতিবেদক ডায়মন্ডহারবার এফসির অনুশীলনের মাঠেও (সল্টলেকের বিকাশ ভবনের উল্টোদিকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন মাঠ) এদিন হাজির হয়। কিন্তু ততক্ষণে অনুশীলন শেষ হয়ে যায়। ফুটবলার,কোচ এবং আকাশরা চলে যান। তারপরেও ফোন করলে আকাশ ফোন না ধরে হয়তো বিষয়টা এড়িয়ে গেলেন।
ডায়মন্ডহারবার এফসির সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যকে এই বিষয়ে জানতে ফোন করলে তিনি বলেন,”আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। প্লিজ।” কিন্তু আপনিই তো কৃষ্ণেন্দু রায়কে কোচ করে এনেছিলেন? “আমি কোচ করে আনিনি। ক্লাব কোচ করেছিল। আমি এই সব নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।” জানান মানস ভট্টাচার্য।
সূত্রের খবর, কৃষ্ণেন্দু রায়কে কোচ করেই দল গঠন করে ডায়মন্ডহারবার এফসি। অনুশীলনও শুরু হয় সঠিক সময়ে। পরে মোহনবাগানের আই লিগ জয়ী বিদেশি কোচ কিবু ভিকুনাকে টিডি চিফ কোচ হিসেবে নিয়োগ করেন ডায়মন্ডহারবার এফসি কর্তারা। তার পর নাকি ঠিক হয়, কিবু ভিকুনা টিডি ও কৃষ্ণেন্দু কোচ হিসেবে থাকবেন। কিন্তু বাস্তবে সেটা হয়নি। কোচ হিসেবেই কিবু দলে আছেন। মাঠে গিয়ে কৃষ্ণেন্দুর নাকি কোনও কাজই ছিল না। কোচ হিসেবে কিবুকেই অগ্রাধিকার দিচ্ছেন কর্তারা। তারপর থেকেই গত সাত দিন হল আর ডায়মন্ডহারবার এফসির অনুশীলনে যাওয়া বন্ধ করে দিয়েছেন কোচ কৃষ্ণেন্দু। তিনি ঘনিষ্ঠ মহলে দূঃখ করে বলেছেন,”একজন প্রাক্তন ফুটবলার ও কোচ হিসেবে নূন্যতম সম্মান পেতে পারি না!”
প্রসঙ্গত উল্লেখ্য,এই বছর কলকাতা লিগে প্রথম ডিভিশনে খেলবে অভিষেকর দল ডায়মন্ডহারবার এফসি। শুরুতেই চমক তার দলে। ফুটবলারদের ভাল পেমেন্ট,থাকার সুব্যবস্থা, টিম বাস রয়েছে। শুধু তাই নয়, ক্লাবের নামে শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং,ট্যাবলো দেখা যাচ্ছে। লিগের প্রথম ডিভিশনের কোনও দল এভাবে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে উঠে আসছে,অতীতে এমনটা দেখা যায়নি।