অনুশীলনীর ৪,ডায়মন্ডের ৩ গোল, জিতল পোর্ট, বিএনআর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লিগের প্রথম দিকে খেলায় একটু অগোছালো থাকলেও এখন ছন্দ ফিরে পেয়েছে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে আপাতত শীর্ষে অভিষেক ব‍্যানার্জির নতুন ফুটবল ক্লাব ডায়মন্ডহারবার। বৃহস্পতিবার ম‍্যাচে ঐক্য সম্মিলনীকে ৩-০ গোলে হারাল ডায়মন্ডহারবার। গোল করেছেন বিক্রমজিৎ সিং, প্রশেনজিৎ পাল ও সাগর হাঁসদা। এই জয়ের ফলে ৬ ম‍্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ডহারবার।

অনুশীলনীর তিন গোলদাতা

এদিন এই ডিভিশনে অনুশীলনী ৪-০ গোলে হারাল ইউনাইটেড স্টুডেন্টকে। দুটি গোল করেছেন মহম্মদ ইমরান মন্ডল ও একটি করে গোল করেছেন অসিত হাজরা ও সুব্রত মালিক। ৬ ম‍্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে অনুশীলনী। একই দিনে বিএনআর বড়িশা স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ১২ পয়েন্টে পৌঁছে গেল। ধারাবাহিকভাবে ভাল খেলা আর্মি রেড এদিন পোর্টের কাছে ০-১ গোলে হেরে গেল। শোনা যাচ্ছে আর্মির বেশ কিছু ফুটবলারকে ডুরান্ডের জন‍্য নিয়ে গিয়েছে সেনাবাহিনী। তাই কলকাতা লিগে আর্মি একটু দুর্বল হয়ে পড়েছে। আর্মির আপাতত ১৩ পয়েন্ট।
হাওড়া ইউনিয়ন ও সিটি ম‍্যাচ ১-১ ও এবং মৌরি স্পোর্টিং – সালকিয়া ম‍্যাচ গোলশূন‍্যভাবে শেষ হয়েছে।

সোনারপুর YMSA এর কোচ প্রতাপ ঘোষের সঙ্গে দুই গোলদাতা

একই দিনে লিগের তৃতীয় ডিভিশনের খেলায় আটকে গেল সোনারপুর YMSA. তারা আজ মনোহরপুকুর মিলন সমিতির সঙ্গে ২-২ ম‍্যাচ ড্র করে। YMSA -এর হয়ে গোল করেছেন দীপ মন্ডল ও অয়ন কর। মনোহরপুকুরের গোলদাতা বাপি হেমব্রম ও রাজেশ সরকার।

জয় পাওয়ার পর ব‍্যাতোর স্পোর্টিং ক্লাব

তবে এদিন ব‍্যাতোর স্পোর্টিং জয়ে ফিরল। হাওড়া মানিকতলাকে ২-০ গোলে হারাল ব‍্যাতোর। গোল করেছেন শীতল মালাকার ও উষান্ত মুর্মু। ভিক্টোরিয়া ও সাউদার্ন এসি ম‍্যাচ গোলশূন‍্য ভাবে শেষ হয়। দেবার্জন প্রামাণিকের গোলে সোনালী শিবির ১-০ গোলে হারাল বালি প্রতিভাকে। ক‍্যালকাটা জিমখানা ১-০ গোলে হারাল আলিপুর এসসিকে। পঞ্চম ডিভিশনের ম‍্যাচে মিলনচক্রকে ২-১ গোলে হারাল হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here