অনির্বানের হাত ধরে আইএফএতে সেনকো গোল্ড

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নতুন সচিব কে হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুটি দিন। তার আগে ভাল খবর, আইএফএ-এর সঙ্গে যুক্ত হল প্রতিষ্ঠিত ‘সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডস’। আপাতত বাংলার অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলকে স্পনসর করবে সেনকো। চুক্তিও হয়ে গিয়েছে। জার্সিতে নতুন স্পনসরের লোগোও লাগানো হয়ে গেছে। শনিবার জাতীয় টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-১৭ মহিলা দল গুয়াহাটি রওনা দেবে।

বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর ‘সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডস’এর ম‍্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন জানিয়েছেন আইএফএ-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,”আমরা বরাবরই ফুটবলের সমর্থক। আইএফএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আশাকরি আইএফএ-এর সঙ্গে দীর্ঘদিন এক সঙ্গে ফুটবল নিয়ে কাজ করতে পারব।” সেনকোর ডিরেক্টর জয়িতা সেন জানিয়েছেন,”আইএফএ -এর মত সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। একই সঙ্গে মহিলা ফুটবল দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি ট্রফি নিয়েই ঘরে ফিরবে মেয়েরা।”

আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন,”সেনকো গোল্ড একটা ব্র‍্যান্ড। আমরা খুবই খুশি যে তাঁরা আমাদের মহিলা ফুটবল দলকে স্পনসর করছেন”।

মহিলা ফুটবল নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি। তিনি জানান,”সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডস’-এর কাছে আমরা কৃতজ্ঞ। তাঁদের স্পনসর হিসেবে এগিয়ে আসার জন‍্য দলের মেয়েরা উৎসাহিত হবে।”

আইএফএ-এর নতুন কোষাধ‍্যক্ষ অনির্বান দত্তর চেষ্টায় সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ড’-এর মতো স্পনসর পেয়ে গেল আইএফএ। সন্তোষ ট্রফির জন‍্য সিনিয়র বাংলা দল স্পনসরহীন হয়ে কেরল যেতে হয়েছিল। জয়দীপ মুখার্জি ব‍্যক্তিগত উদ‍্যোগে ইস্টবেঙ্গল, মহমেডান ও মন্ত্রী সুজিত বসুর সাহায‍্য নিয়ে বাংলা দলের ফুটবলারদের পরিষেবা দিতে পেরেছিলেন। সেখানে প্রচারের বাইরে থাকা অনূর্ধ্ব–১৭ বাংলা মহিলা দলের জন‍্য সেনকো গোল্ডের স্পনসর হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। অনির্বান দত্ত বলেন,”শুভঙ্করবাবুকে অনূর্ধ্ব-১৭ বাংলা মহিলা দলকে স্পনসর করার জন‍্য প্রস্তাব দিয়েছিলাম। তিনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। সেনকো গ্রুপকে ধন‍্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ফুটবলকে ভাল বেসে এগিয়ে এসেছেন। এটা আমাদের কাছে দুর্দান্ত অনুভূতি। আনন্দিতও।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here