অনলাইনে প্রতারণা! সুব্রতর অ‍্যাকাউন্ট থেকে উধাও ১৫ লক্ষ টাকা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ব‍্যাঙ্কের অন লাইনে প্রতারণার শিকার ‘অর্জুন’ সুব্রত ভট্টাচার্য। পার্ক স্টিটের এক বেসরকারি ব‍্যাঙ্ক থেকে এই প্রাক্তন ফুটবলারের অ‍্যাকাউন্ট থেকে উধাও ১৫ লক্ষ টাকা। এমন ঘটনায় বিধ্বস্ত সুব্রত ভট্টাচার্য। ইতিমধ‍্যে পার্ক স্ট্রিট থানা ও গলফগ্রীন থানায় অভিযোগ দায়ের করেছেন সুব্রত।

আজ, বিকেলে ফোন করলে সুব্রত ভট্টাচার্য ‘ইনসাইড স্পোর্টস’-এর কাছে আক্ষপ করে বলছিলেন,” চার-পাঁচদিন আগে মোবাইলে ব‍্যাঙ্ক থেকে একটা এসএমএস আসে। তাতে দেখি কত যেন টাকা ডেবিট হয়েছে। পরে পাসবুক নিয়ে ব‍্যাঙ্কে গিয়ে মেলাতেই বুঝতে পারলাম আমার প্রায় ১৫ লক্ষর বেশি টাকা কেউ তুলে নিয়েছে। এটা পার্ক স্ট্রিটের একটা বেসরকারি ব‍্যাঙ্ক। অনেক দিন ধরেই ওই ব‍্যাঙ্কে অ‍্যাকাউন্ট আছে। আগে কখনও এমন ঘটেনি। আমি একজন সাধারণ মানুষ। আমার জমানো টাকা তুলে নিয়েছে। ভাবতেই পারছি না। থানায় জানিয়েছি। কিন্তু এখনও টাকার হদিশ পাইনি। ব‍্যাঙ্ক ব‍্যাপারটা খতিয়ে দেখছে।”

ইদানিং সুব্রত ভট্টাচার্যের স্মরণশক্তি একটু যেন কমেছে। সোম-বুধ-শুক্রবার পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দেন বন্ধুদের সঙ্গে। কিছু কিছু ঘটনা বলতে গিয়ে এলোমেলো বলেন। এই প্রতিবেদকের সামনেও বার তিনেক এমন ঘটনা ঘটেছে। তিনি কি এই অ‍্যাকাউন্ট নিজে অপারেট করতেন? মোবাইলে কি কখনও আগে ট্রানজাকশন করেছেন? এই প্রশ্নের উত্তরে সুব্রত ভট্টাচার্য বলেন,” আরে না না। বয়স আমার হলেও ব‍্যাঙ্কের অ‍্যাকাউন্ট আমিই অপারেট করি। তবে মোবাইলে টাকা তোলা আমার অভ‍্যাস নেই। কে যে আমার এই সর্বনাশটা করল! ভাল লাগছে না। এত গুলো টাকা।”
প্রসঙ্গত উল্লেখ্য, সুব্রত ভট্টাচার্য স্টেট ব‍্যাঙ্কে চাকরি করতেন। রিটায়ার্ড করেছেন বেশ কয়েক বছর আগেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here