অঘটন! টাইব্রেকারে শেষ আটে মরক্কো,বিদায় নিল স্পেন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দিকে দিকে নিভিছে দেউটি। উরুগুয়ে,জার্মানির পর এবার কাতার বিশ্বকাপ থেকে ছিটকে স্পেন। হাড্ডাহাড্ডি লড়াই করেও গোল করতে পারেনি মরক্কো ও স্পেন। শেষ পযর্ন্ত টাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো। মরক্কোর ফুটবল ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল।

মরক্কো ম‍্যাচের আগে স্পেনের কোচ এনরিকে বলেছিলেন টাইব্রেকারের কথা ভেবে ফুটবলারদের পেনাল্টি শট মারার আলাদা অনুশীলন করিয়েছেন। কোচ এনরিকের আশঙ্কা সত‍্যি হলেও টাইব্রেকারে গিয়ে তিন-তিনটি গোল নষ্ট করে ম‍্যাচ হারল স্পেন, সেই সঙ্গে বিদায় নিল। পাবলো সারাবিয়ারের শট পোস্টে লেগে ফিরে আসে। কার্লোস সোলে ও সের্জিওর শট আটকে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এমন গুরুত্বপূর্ণ ম‍্যাচে যে দল তিনটি পেনাল্টি নষ্ট করে তাদের জয় পাওয়াটা কঠিন হয়ে যায়। বাস্তবে সেটাই হল। ঘটে গেল বড় অঘটন।

ম‍্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে মরক্কো। তুলনায় স্পেন নিজেদের রক্ষণ সামলে প্রতি আক্রমণে উঠে গেছে। নিজেদের মধ‍্যে একাধিক পাস খেলে মরক্কোর ফুটবলকে ঘেঁটে দিতে চেয়েছিল স্পেন। কিন্তু উল্টোটা হয়েছে। প্রচন্ড,শক্তি স্কিল দিয়ে স্পেনকে ক্রমশ চেপে ধরেছিল।

দ্বিতীয়ার্ধে স্পেনও আক্রমণে উঠে যায়। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা তখন অন‍্য মাত্রায় পৌঁছে যায়। এমন হাড্ডাহাড্ডি ম‍্যাচ হয়তো এবারের বিশ্বকাপে প্রথম হল। ১২০ মিনিটে দুটি দলই গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব‍্যর্থ হন। শেষ পযর্ন্ত টাইব্রেকারে স্পেনকে হারিয়ে মরক্কো পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here