ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১০ ফেব্রুয়ারি : চলে গেলেন ময়দানের সবার প্রিয়, ‘বর্তমান’ সংবাদপত্রের ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার। শুক্রবার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে রাত ৮.২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিজিৎ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী, কন্যা ও মা-বাবাকে।
গত ২১ জানুয়ারি কেস্টপুরের এক বিয়ের অনুষ্ঠানে সেরিব্রাল হয়েছিল। সঙ্গে সঙ্গে সল্টলেকের কাদাপাড়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রাখা হয় ভেন্টিলেশনে। যতদিন গিয়েছে ততই অভিজিতের শরীরের অবনতি হতে থাকে। পরে কোমায় চলে যায়। ২০ দিনের লড়াইয়ের পর চলেই গেলেন অভিজিৎ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতার ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া।
অভিজিৎ ‘জনমন জনমত’ সাপ্তাহিক কাগজে সাংবাদিকতা শুরু করেছিলেন। তারপরে দৈনিক ‘প্রাত্যহিক সংবাদ’। সেখান থেকে আইএফএ-র খেলার পত্রিকা ‘কিক অফ’-এ কাজ করেছিলেন। সেখান থেকে ‘দৈনিক স্টেটসম্যান’, ‘গণশক্তি’ হয়ে ‘বর্তমান’ কাগজে যোগ দিয়েছিলেন।
খুব কম কথা বলতেন। কাজটা মন দিয়ে করতেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে ময়দানে অভিজিৎ পরিচিত মুখ। সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন। ক্লাব,অ্যাসোসিয়েশনের কর্তা থেকে খেলোয়াড়দের সঙ্গে অভিজিতের সম্পর্ক ছিল খুব ভাল। অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গেও খুব ভাল সম্পর্ক ছিল। ক্রীড়া সাংবাদিক জগতে অভিজিৎ ছিলেন অজাতশত্রু। এত কম বয়সে অভিজিতের চলে যাওয়াটা মেনে নিতে পারছে না ময়দান।