ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কম কথা বলতেন। আপাদমস্তক সৎ। কর্মকর্তাদের ‘কাছের’ হওয়ার জন্য কখনও তোষামোদ করতেন না। নিজের কাজের মধ্যে দিয়েই ইস্টবেঙ্গল ক্লাবের সবার প্রিয় হয়ে উঠেছিলেন। ক্লাবের সবাই ওঁকে বাহাদুর বলেই ডাকতেন। পোষাকী নাম নমোরাজ ধামালা। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে গেলেই তাঁকে দেখা যেত। চুপচাপ কাজ করে যাচ্ছেন। আর কাজ না থাকলে বসে থাকতেন। ইস্টবেঙ্গলের অতি পরিচিত সেই মাঠ কর্মী বাহাদুর চলে গেলেন। বৃহস্পতিবার নেপালের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাহাদুরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। বাহাদুর রেখে গেলেন দুই সন্তান ও স্ত্রীকে।
বাহাদুর পুজোর ছুটিতে দেশের বাড়ি নেপালে ফিরে গিয়েছিলেন। কালীপুজোর ছুটি কাটিয়ে তাঁর ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে তাঁর আর ফিরে আসা হল না। ফুটবলার থেকে কর্তা,সমর্থকদের সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। বাহাদুরের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবে।